নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ
প্রকাশ: ২ নভেম্বর ২০২৩, ১৮:৪৪ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১০:২৯
সারাদেশে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের অপরাজনীতি, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল ফারুক, স্বপন চন্দ্র মহন্ত, মুক্তার হোসেন বকুল, আব্দুর রাজ্জাক, শাহিরুল ইসলাম, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক মনির, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তুহিন আহমেদ, নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম দুলাল, ছাত্রলীগ নেতা আল-নোমান নাদিম, আবু তৌহিদ রাজিব ও আল-জাহিদ প্রমুখ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত