নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপপরিচালক 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১ |  আপডেট  : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারের বিভিন্ন সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করে সরকারি রেটে কৃষকদের মাঝে সার ও কীটনাশক বিক্রয় করার দিকনির্দেশনা প্রদান করেন।  

এ ছাড়াও তিনি নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা ব্লকের মরিচ ও আমন ধান ক্ষেত পরিদর্শন করেন। এরপর তিনি বুড়ইল ইউনিয়নের কহুলী ব্লকের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছে। সেসময় তিনি কৃষকদের কথা শুনেন এবং ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য পরামর্শ দেন। 

সেসময় তার সাথে ছিলেন, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ এখলাস হোসেন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজীউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শর্মিলী ইসলাম ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত