নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১৬:২২ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:১৩
বগুড়ার নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাতে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি গ্রামের আবু জাফরের ছেলে। আদালত যৌতুক নিরোধ আইনে সিআর মামলায় তাকে ১ বছরের সাজা দেয়। শনিবার (৩১ জুলাই) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত