নন্দীগ্রামে শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৭:২৬ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জাতীয় শ্রমিক লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। পরে একটি শোক র‌্যালি বের হয়। এরপর দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শাহীনুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব রাশেদুল ইসলাম লিটনের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক নুরুন্নবী, এটিএম কাওছার, রফিকুল ইসলাম, সদস্য তাইজুল ইসলাম, কামরুজ্জামান, আলহাজ্ব, বুড়ইল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম ভোলা, ভাটরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মকবুল হোসেন ও ভাটগ্রাম ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুল মান্নান প্রমুখ।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত