নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯

বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নন্দীগ্রাম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক লায়জুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা জামায়াতের সভাপতি আনোয়ারুল হক, জামায়াত নেতা মুঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী প্রমুখ। 

উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলায় এবার ৪৫টি দুর্গাপূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও গৃহীত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত