নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৫:২২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৪০
বগুড়ার নন্দীগ্রামে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শারমিন আকতার, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, জামায়াত নেতা নুরুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মেরাজ মো. নবী-উল ইসলাম, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল করিম, সহসভাপতি একেএম ফজলুল হক, নন্দীগ্রাম উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোখছার রহমান প্রমুখ।
উক্ত সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত