নন্দীগ্রামে লকডাউন পর্যবেক্ষণ করলেন উপপরিচালক  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৬ জুলাই ২০২১, ২০:০৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩

বগুড়ার নন্দীগ্রামে চলমান লকডাউন পর্যবেক্ষণ করলেন স্থানীয় সরকার বগুড়ার উপপরিচালক মামুনুর রশিদ। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা ৬ টায় স্থানীয় সরকার বগুড়ার উপপরিচালক মামুনুর রশিদ নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় লকডাউন পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। 

তিনি লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে দিকনির্দেশনা দেন। সেইসাথে বিজিবি সদস্যদের দায়িত্বপালনের বিষয় নিয়ে কথা বলেন। এরপূর্বে তিনি নন্দীগ্রাম পৌরসভা পরিদর্শন করেন। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান ও সচিব আব্দুল বাতেন প্রমুখ ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত