নন্দীগ্রামে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ২১:০৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭

বগুড়ার নন্দীগ্রামে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। ৩০ এপ্রিল বিকেলে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার হতে আব্দুল হামিদ বাজার পর্যন্ত ২১০০ মিটার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম মাষ্টার, বুড়ইল ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দিন সরকার ও ইউপি সদস্য আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিলো। অবশেষে এ রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে। ফলে এলাকাবাসী রাস্তা চলাচলে অনেক সুবিধা পাবে। উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ জানান, আইআর আইডিপি-৩ প্রকল্পের আওতায় উক্ত রাস্তা কার্পেটিং কাজ করা হচ্ছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত