জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩১ জন গ্রেপ্তার

প্রকাশ: ১০ মে ২০২৫, ১৬:২১ | আপডেট : ১০ মে ২০২৫, ২১:০৪

জামালপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে আরো ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজনৈতিক মামলার আসামি,সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামিরা রয়েছেন।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম(সেবা) জানান, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত