নন্দীগ্রামে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৭ জুলাই ২০২১, ১৯:২৬ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩

মুজিববর্ষ উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার (৭ জুলাই) বিকেল ৫ টায় নন্দীগ্রাম থানা চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। 

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক মনির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, শাহিনুর রহমান, রইছ উদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল কুদ্দুস ও এনামুল হক প্রমুখ। 

পরে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর ও উপজেলা পরিষদের সামনেসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা যুবলীগের পক্ষ হতে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত