নন্দীগ্রামে মোবাইল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২১, ১৯:২৯ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪

বগুড়ার নন্দীগ্রামে মোবাইল চুরির অভিযোগে এক যুবক গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ২২ জুন রাতে মোবাইল চুরির অভিযোগে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল পাকুরিয়াপাড়ার সাইদুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫) কে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী থানা পুলিশ বিজরুল পাকুরিয়াপাড়া থেকে ১৩ টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন উদ্ধার করেছে।

এ বিষয়ে থানায় একটি চুরি মামলা হয়েছে। ২৩ জুন থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে ৭ দিনের জন্য রিমান্ড আবেদন করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।    

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত