নন্দীগ্রামে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (১৬) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মণিনাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার গোলাপুকুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বগুড়া থেকে আটোরিকশা নিয়ে গোলাপুকুর গ্রামের বাড়ি যাচ্ছিলো আব্দুল্লাহ। দুপুর আনুমানিক ১২টার দিকে কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের মণিনাগ বাজার এলাকায় পৌঁছিলে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেল এসে অটোরিকশার সাথে সংঘর্ষ ঘটে। সেসময় অটোরিকশায় থাকা আব্দুল্লাহ গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত