নন্দীগ্রামে মাস্ক ব্যবহার না করায় ৪ জনের জরিমানা
প্রকাশ: ৬ জুলাই ২০২১, ১৭:০৩ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:২৮
বগুড়ার নন্দীগ্রামে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ৪ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জুলাই) নন্দীগ্রাম হাট চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ৪ জনের জরিমানা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত। উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত বিভিন্ন স্থানে গিয়ে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে দিকনির্দেশনা দেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত