নন্দীগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২২, ১৪:৪২ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:০৭

বগুড়ার নন্দীগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ জুন বেলা ১১ টারদিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ কর্মশালা ভার্চুয়ালে উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার [ভূমি] রায়হানুল ইসলাম, থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান প্রমুখ। কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।  

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত