নন্দীগ্রামে মাদককারবারিসহ ৩ জন গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২১, ১৩:৫৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪

বগুড়ার নন্দীগ্রামে মাদককারবারিসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই শাহ সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ৭ টায় ১২০ গ্রাম গাঁজা ও নগদ ৩ হাজার টাকাসহ উপজেলার সিংজানী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও কল্যাণনগর গ্রামের ফজের আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে আসলাম (২৯) কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অপরদিকে থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাতে গরু চুরি মামলায় শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়ার শামছুল হকের ছেলে সিয়াম আহমেদ (১৯) কে গ্রেপ্তার করেছে। থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।    

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত