নন্দীগ্রামে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৫৪ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৫

আগামী ২৬ ডিসেম্বর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা। নন্দীগ্রাম উপজেলার মোট ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৮ ডিসেম্বর) উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহেল বাকি তার ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করে। 

অপরদিকে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন বিভিন্ন স্থানে গণসংযোগ করে তার আনারস প্রতীকে ভোট চান। ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ হাটকড়ই হাট-বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে তার চশমা প্রতীকে ভোট প্রার্থনা করেন। প্রার্থীরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা করার কথা বলে ভোটারদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করে আসছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত