নন্দীগ্রামে মশক নিধন কার্যক্রম শুরু
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ২০:৩৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:১৬
বগুড়ার নন্দীগ্রামে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। নন্দীগ্রাম পৌর এলাকায় বিভিন্ন ধরণের মশার উপদ্রব ব্যাপকমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠে। মশার কামড়ে রোগ-ব্যাধি দেখা দেয়। বিশেষ করে কমলমতি শিশুরা বেশি ভুক্তভোগী হয়ে থাকে। মশার কবল থেকে সাধারণ মানুষও রক্ষা পায় না। দিনদিন মশার দাপট বাড়তেই থাকে। এমন পরিস্থিতিতে নন্দীগ্রাম পৌরসভার পক্ষ হতে নন্দীগ্রাম পৌর এলাকায় ফগার মেশিন দিয়ে স্প্রে করে মশক নিধন কার্যক্রম শুরু করে।
মঙ্গলবার (১০ আগস্ট) নন্দীগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম অপু ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম অপু জানান, ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এজন্য দায়বদ্ধতায় ওয়ার্ডবাসীর পাশে আমাকে থাকতেই হবে। তাই নিজে সাথে থেকে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত