নন্দীগ্রামে মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ

  নাজমুল হুদা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১০:২৫ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৩

গত শনিবার (১৪ অক্টোবর) মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমন ঘটেছে এই মর্তলোকে। শুক্রবার (২০ অক্টোবর) থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যেই সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন মন্ডপগুলোতে প্রতিমা রঙ ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মন্ডপ কর্তৃপক্ষ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রতিটি মণ্ডপে মণ্ডপে যেমন শেষ সময়ের প্রস্তুতি চলছে তেমনি বাড়িতে বাড়িতে চলছে নাড়ু তৈরির কাজ। 

এ বছর নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৪৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। পুরোহিতরা জানান, পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গার আগমন ও গমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। 

প্রতিমা তৈরির কারিগর বিপুল চন্দ্র রায় বলেন, আমার বাবা এই কাজ করতো। আমিও শিক্ষকতার পাশাপাশি প্রতিমা তৈরির কাজ করি। এ বছর ৮টি মন্ডপে আমি প্রতিমা তৈরি করছি। সব জিনিসপত্রের দাম বেশি। এজন্য তেমন লাভ হবে না। প্রতিমা তৈরির কাজ শেষ করতে হবে তাই এখন দিনরাত কাজ করতে হচ্ছে। 

নন্দীগ্রাম পৌরসভার নন্দীগ্রাম কলেজপাড়ার দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অদ্বৈত কুমার আকাশ জানান, আমারা আশা করি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নন্দীগ্রামে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। দুর্গাপূজার আয়োজন প্রায় শেষের দিকে। এখন প্রতিমা রঙ ও সাজসজ্জার কাজ চলছে। এ বছরেও প্রত্যেক পূজা মন্ডপে পুলিশ, আনসার ও ভিডিপির পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও থাকবে। শুক্রবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে দুর্গাপূজা শুরু আর মঙ্গলবার বিজয় দশমীর মধ্যদিয়ে দুর্গাপূজা শেষ হবে। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত বলেন, নন্দীগ্রামে এ বছর মোট ৪৫টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, কেউ যেনো ধর্মীয় সম্প্রীতিতে আঘাত করতে না পারে এজন্য সবধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। সনাতন সম্প্রদায়ের লোকজন যেনো তাদের উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে পুলিশ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত