নন্দীগ্রামে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:১৪ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ১৬:৩১

বগুড়ার নন্দীগ্রামে ভোট প্রার্থনায় ব্যস্ত রয়েছে প্রার্থীরা। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় অতিক্রম করছে। ১৬ ডিসেম্বর বিকেলে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জিল্লুর রহমান নিমাইদিঘী, চৌমোহনী বাজার, সোনাকানিয়া বাজার ও তালগাছিতে ব্যাপক গণসংযোগ করেছে। তিনি তার অটোরিকশা প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

আলহাজ্ব জিল্লুর রহমান জানান, ইউনিয়নের উন্নয়ন ও জনগণের সেবা করার লক্ষনিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আশাকরি জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সিদ্দিকুর রহমান তার ফ্যান প্রতীকে ও ৮নং ওয়ার্ডে সদস্য প্রাথী শামছুর রহমান তার মোরগ প্রতীকে ভোট প্রার্থনা করতে দেখা যায়। উভয় প্রার্থী জানান, ওয়ার্ডের উন্নয়ন এবং জনগণের সেবামূলক কাজ করার জন্য এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আশাকরি জনগণ ভোট দিয়ে জয়ী করবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত