নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১৪:৩৯ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৩৫
বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোপাইটর আফজাল হোসেন ও আরব আলী হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোপাইটর আরব আলী প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত