নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু নন্দীগ্রাম বাসস্ট্যান্ড বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন বোর্ড হালনাগাদ না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহাদত স্টোরের মালিক শাহাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
সেসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু অভিযুক্ত দোকান মালিকসহ সকল দোকান মালিককে মেয়াদ উত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় না করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বোর্ড হালনাগাদ করা ও অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন।
এতথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত