নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন আ'লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ২০:৩৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪
বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে এ সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন প্রমুখ। এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জুলফিকার আলীকে সভাপতি, তারেক হোসেনকে সাধারণ সম্পাদক ও শামছুল আরেফিন লিটনকে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত