নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ফরম উত্তোলন
প্রকাশ: ১২ মে ২০২২, ১৯:৩৩ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২২:৩২
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী কালিপদ মনোনয়নপত্রের ফরম উত্তোলন করেছেন। বৃহস্পতিবার (১২ মে) তিনি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুস সালামের নিকট থেকে মনোনয়নপত্রের ফরম উত্তোলন করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরফুল হক উজ্জল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও উপজেলা ¯ে^চ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান সবুজ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত