নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১৫:৫৫ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২২:২৯

বগুড়ার নন্দীগ্রামে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গবার (১২ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু। এ উপজেলায় উফশী আউশ চাষের জন্য ৩ হাজার ৫০ জন কৃষক/কৃষাণীকে ৫ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি দেওয়া হচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত