নন্দীগ্রামে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৮:৪৪ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২১
বগুড়ার নন্দীগ্রামে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী ও হাইব্রিড রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল আমিন বাচ্চু প্রমুখ। এ উপজেলায় উফশী রোপা আমন চাষের জন্য ৪৮০ জন কৃষক/কৃষাণী ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি পাচ্ছে। হাইব্রিড রোপা আমন চাষের জন্য ১২০ জন কৃষক/কৃষাণী ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি পাচ্ছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত