নন্দীগ্রামে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২

বগুড়ার নন্দীগ্রামে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর টাইগার ক্লাবের উদ্যোগে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিড়া পন্ডিতপুকুর টাইগার ক্লাবের সভাপতি এসএম তৌফিকুল ইসলাম রানার সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, কুমিড়া পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মাহবুর রহমান, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্র দলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত