নন্দীগ্রামে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১২:০২ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:০৫

বগুড়ার নন্দীগ্রামে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার (২০ অক্টোবর) রাতে তিনি নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ, নন্দীগ্রাম রাধাগোবিন্দ মন্দির সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নন্দীগ্রাম হিন্দুপাড়া বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ ও নন্দীগ্রাম কলেজপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। 

সেসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক সুনন্দা রায়, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ। সেসময় স্বস্ব দুর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত