নন্দীগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৬:৩৭ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৪:৩০
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে মায়ামণি (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। সে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের গোছন গ্রামের বিপ্লব হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২ টারদিকে শিশু মায়ামণি সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এরপর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি শুরু করে। এর এক পর্যায়ে একটি পুকুরে মায়ামণির লাশ ভেসে উঠা দেখতে পায় তারা। পরে পুকুরের পানি থেকে মায়ামণির মৃত দেহ উদ্ধার করে। ইউপি সদস্য আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত