নন্দীগ্রামে পাথরের দুর্গামূর্তির অংশ উদ্ধার 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩

বগুড়ার নন্দীগ্রামে পাথরের দুর্গামূর্তির অংশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, সোমবার (২ ডিসেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের আব্দুস সামাদের পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় জেলেরা পানির নিচে থাকা ৭ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুর্গামূর্তির অংশ পায়। পরে তা পুকুর থেকে উত্তোলন করে। 

তারপর বিষয়টি থানা পুলিশকে জানানো হলে থানার এসআই বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে সেখান থেকে দুর্গামূর্তির অংশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, দুর্গামূর্তির অংশটি উদ্ধারের পর থানায় একটি জিডি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, দুর্গামূর্তির অংশটি কষ্টিপাথরের কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত