নন্দীগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
প্রকাশ: ১ মে ২০২২, ২০:৩৯ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১ মে) বিকেল ৫ টায় নন্দীগ্রাম উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও আব্দুর রহিমের স ালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত