নন্দীগ্রামে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের যোগদান

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:০১

বগুড়ার নন্দীগ্রামে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার যোগদান করেছে। গত রবিবার তিনি নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামকে বগুড়া সদর উপজেলা ভূমি অফিসে বদলি করে দেন। 

এরপর নবাগত সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার যোগদান করেন। এরপূর্বে তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। নবাগত সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে চাকুরি লাভ করেন। 

নবাগত সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার জানান, আমি নিয়মের মধ্যদিয়ে নন্দীগ্রাম উপজেলায় সেবামূলক কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত