নন্দীগ্রামে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত
প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৫:৪৪ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২০:৪৫
বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সোমবার (১৩ জুন) বেলা ১১ টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৬৫) ও নাটোরের সিংড়া উপজেলার কাছুটিয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৫০)। বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার এসআই তারিকুল ইসলাম।
এসআই তারিকুল ইসলাম জানান, রণবাঘা বাসস্ট্যান্ড থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে নাটোরগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-৩২৭৪) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যায়। এ দুর্ঘটনায় বাকি চারজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত