নন্দীগ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ: ১৭ মে ২০২২, ১৯:৪৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৪৪
বগুড়ার নন্দীগ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৬ মে) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুত লাইন, ফসল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঝড়ে ওইসব ক্ষয়ক্ষতি হয়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে । নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখকদের টিনের ছাউনি ঝড়ে তছনছ হয়ে যায়। নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক জানান, ঝড়ে প্রায় ২ লাখ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও নন্দীগ্রাম দক্ষিণপাড়ার নওশের আলী ও মনসুর রহমানের ঘরবাড়ির ওপর কড়ইগাছের ডাল ভেঙে পড়লে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত