নন্দীগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১১
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, নন্দীগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত