নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১৫:৫১ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:২৯

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (২২অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার আয়োজনে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বগুড়া-নাটোর মহাড়ক প্রদক্ষিণ করে। 

এরপর কুন্দারহাট বাসস্ট্যান্ডে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু ও আনিছুর রহমান প্রমুখ। 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন, যানবাহন চলন্ত অবস্থায় কোনো মতেই যাত্রী ওঠা-নামা করা যাবে না। আর কোনো থ্রি হুইলার যেনো মহাসড়কে না ওঠে সে বিষয়ে সবার সচেতন থাকতে হবে। আমরা সবাই সড়ক দুর্ঘটনা রোধে আন্তরিকভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। 


কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত