নন্দীগ্রামে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ২০:০৫ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৪০
বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১৯ আগস্ট) জন্মাষ্টমী উৎসব উদযাপন করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উপজেলা শাখার আয়োজনে সকাল ১০ টায় নন্দীগ্রাম রাধাগোবিন্দ মন্দির চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর রাধাগোবিন্দ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহসভাপতি ভারত চন্দ্র প্রাং, মহানন্দ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র মহন্ত, কোষাধ্যক্ষ রণজিৎ কুমার শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভাটরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সচীন চন্দ্র রায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভাটগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি সঞ্জিত কুমার মহন্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত