নন্দীগ্রামে জনপ্রতিনিদের সাথে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রানার মতবিনিময়

  নাজমুল হুদা

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:২৬ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা উপজেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম পৌর এলাকার রানার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চলানয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আখতার বানু, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ মিলন, ওয়ার্ড সদস্য আল-আমিন, জাহাঙ্গীর আলম বাবু, কামরুজ্জামান ও শাহী সুলতানা প্রমুখ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত