নন্দীগ্রামে ছাত্রলীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১৬:২৬ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগ নেতাসহ দুইজনকে পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। 

জানা গেছে, রবিবার দিবাগত রাতে নন্দীগ্রাম থানা পুলিশ নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের মৃত ফেরদৌস আলীর ছেলে আবু তালহা (২২) ও ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জুয়েল হোসেন (২৮) কে গ্রেপ্তার করে। এরা দুইজন নন্দীগ্রাম থানায় দায়েরকৃত পৃথক পৃথক মামলার আসামি। 

আবু তালহা ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক। আর জুয়েল হোসেনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। সোমবার দুপুরে নন্দীগ্রাম থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়ার আদালতে প্রেরণ করেছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত