নন্দীগ্রামে চার কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১৭:১০ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯
বগুড়ার নন্দীগ্রামে চার কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ইছবপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ তিনজন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার কুমগ্রাম এলাকার উত্তম প্রামাণিক (৩১), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ধর্মপুর এলাকার রিপন সরকার (২৮) ও ঘামলাপূর্ব এলাকার জাহাঙ্গীর আলম আপেল (৩০)
উল্লেখ্য, বগুড়া-নাটোর মহাসড়কে নাটোরগামী একটি সিএনজি (রেজিষ্ট্রেশন নম্বর-থ-১১-৫৫১৬) যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পাওয়ার পর কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামানের নেতৃত্বে এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত সিএনজি আটক করে। এরপর সিএনজিতে আসামিদের কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার নন্দীগ্রাম থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত