নন্দীগ্রামে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ জুলাই ২০২১, ১৭:৪৯ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩

বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন পরিষদ সমূহে কর্মরত গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি বিশ্বনাথ প্রমুখ। উপজেলার মোট ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।    

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত