নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট সেবন করে নারীর আত্মহত্যা

  নাজমুল হুদা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট সেবন করে জান্নাতি বেগম (৩৬) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ধাওয়াস গ্রামে। জান্নাতি বেগম দাওয়াস গ্রামের খাজানূরের স্ত্রী। সে রবিবার (২৭ অক্টোবর) গভীর রাতে স্বামীর বাড়িতে সবার অজান্তেই গ্যাস ট্যাবলেট সেবন করে। এরপর সে ছটফট করতে থাকে। 

পরে তার শাশুড়ি বুঝতে পেরে আশপাশের বাড়ির লোকজনকে ডাকাডাকি করে। এরপর লোকজন এসে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু ঘটে। জান্নাতি বেগম একজন বুদ্ধি প্রতিবন্ধী। খাজানূর রিকশা চালানোর সুবাদে ঢাকায় থাকে। জান্নাতি বেগম দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতো। 

স্থানীয়রা জানান, সে বুদ্ধি প্রতিবন্ধী হবার কারণে সামান্য বিষয়েই রাগান্বিত হয়ে যেতো এবং অস্বাভাবিক আচরণ করতো। তার আত্মহত্যা ঘটনায় সোমবার নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। এসআই হায়দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। 
 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত