নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২১, ১৬:৫৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪

বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে পারুল রাণী (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের অমৃত চন্দ্রের স্ত্রী। পারিবারিক কলহের জেরধরে পারুল রাণী রবিবার (২০ জুন) সকাল আনুমানিক ১০ টায় শয়ন ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূ পারুল রাণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। থানার এসআই রেজাউর করিম মামলাটি তদন্ত করছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত