নন্দীগ্রামে কড়ইহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বেনজির
প্রকাশ: ১ জুন ২০২২, ২২:২২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:০৮
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির। মঙ্গবার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে ওই নির্বাচনে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে।
কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, শনিবারে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে অভিলাষ চন্দ্র প্রাং, শওকত জামান, রুহুল আমিন ও রাজকুমার রায় অভিভাবক সদস্য নির্বাচিত হন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন সমিত্রা দেবী। শিক্ষক প্রতিনিধিরা হলেন পরিমল চন্দ্র রায়, স্বপন কুমার রায় ও আখতারা খাতুন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত