নন্দীগ্রামে ককটেল বিস্ফোরণ মামলায় দুইজন গ্রেপ্তার
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৩, ১০:৪৫ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৬
বগুড়ার নন্দীগ্রামে ককটেল বিস্ফোরণ মামলায় ২জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে নন্দীগ্রাম দক্ষিণপাড়া হতে পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ (৫৫) ও ধর্ম বিষয়ক সম্পাদক আনছার আলী (৬২) কে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেন। আব্দুল মজিদ নন্দীগ্রাম দক্ষিণপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও আনছার আলী নন্দীগ্রাম দক্ষিণপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (২৮ অক্টোবর) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাদী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ ২০০জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১০জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত