নন্দীগ্রামে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকার চেক পেলেন জুয়েল রানা
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ২০:৪৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩১
বগুড়ার নন্দীগ্রামে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকার চেক পেলেন নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের শতকুঁড়ি গ্রামের জুয়েল রানা। শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় নন্দীগ্রাম ওয়ালটন প্লাজার সামনে এক অনুষ্ঠানে ওই ক্রেতার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। জুয়েল রানা পেশায় একজন অটোভ্যান চালক। তার ভাগ্যেই মিলে ১০ লাখ টাকার চেক। সে এ চেক পেয়ে খুব খুশি। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, চিত্রনায়ক আমিন খান, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ওয়ালটন প্লাজা নন্দীগ্রাম শাখার ম্যানেজার শাহিন মিয়াসহ ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত