নন্দীগ্রামে ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি গঠন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২১, ১৯:৪৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯

বগুড়ার নন্দীগ্রামে ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২২ জুন দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে নন্দীগ্রাম পৌর যুবলীগের আহবায়ক জাহিদুল হক সুজনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক  শাহিনুর রহমানের সঞ্চালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসকান আলী ও সাধারণ সম্পাদক রবিন চন্দ্রের দলীয় শৃক্সখলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কার্যকলাপের দায়ে ২নং ওয়ার্ড যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। সেইসাথে আশরাফুল আজমকে আহবায়ক নুরুন্নবীকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করে। নতুন কমিটিকে ৯০ দিনের মধ্যে সম্মেলন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।  খবর বিজ্ঞপ্তির।    

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত