নন্দীগ্রামে একই পরিবারের ৩ জনসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার
প্রকাশ: ১১ জুলাই ২০২১, ১৮:১২ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৪
বগুড়ার নন্দীগ্রামে একই পরিবারের ৩ জনসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় শনিবার (১০ জুলাই) রাতে থানার এসআই বিকাশ চক্রবর্তী ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযানে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিশিন্দারা গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী আঙ্গুরী বেগম (৪৫) তার ছেলে ভুট্টো মিয়া (২৭) ও শামীম হোসেন (২৩) এবং বড় চাঙ্গইর গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুর রহমান ধলু (৩৩) কে গ্রেপ্তার করে। এদের নিকট থেকে ৪২ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রির ১৩৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার (১১ জুলাই) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত