নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে নববর্ষবরণ
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ১৪:২৭ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১১
বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান উৎসবমুখর পরিবেশে ইংরেজি নববর্ষবরণ করেছে। এ উপজেলায় সবচেয়ে বড় আয়োজন ছিলো কুন্দারহাট হাইওয়ে থানার। ইংরেজি নববর্ষবরণ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কুন্দারহাট হাইওয়ে থানা চত্বরে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, বাংলাদেশ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবু হায়দার মো. ফয়জুর রহমান, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক কাশেম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত