নন্দীগ্রামে উপজেলা চেয়ারম্যানের সিলিং ফ্যান ও সেলাই মেশিন বিতরণ
প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১৪:৫৪ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ সিলিং ফ্যান ও সেলাই মেশিন বিতরণ করেছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ৯৯ টি সিলিং ফ্যান বিতরণ করেন। এছাড়াও তিনি হতদরিদ্র পরিবারের মাঝে ১৭ টি সেলাই মেশিন বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাঈদ ও সাবেক ছাত্রনেতা মাহফুজ রহমান প্রমুখ। এডিপির অর্থায়নে এসব সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত