নন্দীগ্রামে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১৪:৫৩ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬
বগুড়ার নন্দীগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে সুদমুক্ত ঋণ বিতরণ, আর্থিক অনুদান প্রদান ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নন্দীগ্রাম শাখার ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ আল-মাহ্মুদ ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত